সমবায় সমিতি সংগঠনের মাধ্যমেউন্নয়ন কার্যক্রমের অংশ হিসাবে মাঠ পর্যায়ে নিম্নরূপ সেবা মূলক কার্যক্রম সম্পাদন করা ঃ
* সমবায় সমিতি সংগঠন, নিবন্ধন ও উদ্বুদ্ধকরণ ।
* সমবায় সংগঠনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন
* কর্ম সংস্থান সৃষ্টিঃ
প্রত্যক্ষ কর্ম সংস্থান
পরোক্ষ কর্ম সংস্থান
* স্থানীয় ভিত্তিতে সমবায়ীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন
* সাধারন সদস্যদের মধ্যে লভ্যাংশ বিতরন
* মডেল সমবায় সংগঠন সৃষ্টি করা
* সমবায় সমিতির বার্ষিক বিধিবদ্ধ অডিট সম্পাদন ।
* সমবায় সমিতির সরকারী রাজস্ব অডিট ফি, নিবন্ধন ফি আদায় ও সরকারী কোষাগারে জমা প্রদান
* সমবায় উন্নয়ন তহবিল ধার্য্য ও আদায় করন।
* সমবায় সমিতির বিবাদ (বিরোধ)নিস্পত্তি করন।
* সমবায় সমিতির পরিদর্শন ও তদন্ত করন
* নির্বাচন কমিটি, অমত্মর্বতী ব্যবস্থাপনা কমিটি অনুমোদন।
* সমিতির বাজেট অনুমোদন।
* বৃক্ষরোপন, স্যানিটেশন কার্যক্রম উদ্বুদ্ধকরণ।
* জন সংখ্যা নিয়ন্ত্রন ও পরিবার কল্যাণ মুলক কার্যক্রম উদ্বুদ্ধকরণ ।
* যৌতুক বিরোধী কার্যক্রমে সম্পৃ্ক্ত হওয়া ও নারীর ক্ষমাতায়ন।
* পরিবেশের ভারসাম্য রক্ষা, খাদ্য ও পুষ্টি সম্পর্কে সমবায়ীদের অবহিতকরন।
* জনসাধারন ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষনে এবং দ্রব্যমূল্য নিয়মত্মনে সমবায় বাজার সৃষ্টি করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS