সমবায়কে উন্নয়নমুখী ও টেকসই করার জন্য সমবায় অধিদপ্তরের কাজের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি
ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার ভিত্তি প্রস্তুতের ক্ষেত্রে জেলা সমবায় কার্যালয়, পটুয়াখালী বিগত তিন বৎসরে
উল্লেখযোগ্য সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। কর্মকর্তাগণের উদ্ভাবনী প্রয়াসের ফলে সমবায়কে আরও
গণমানুষের সংগঠনে পরিণত করতে ও এর গুণগত মান উন্নয়নে এ বিভাগে উৎপাদনমুখী ও সেবাধর্মী
সমবায় গঠন, সমবায় উদ্যোক্তা সৃষ্টির কৌশল অবলম্বন, সমবায় পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে
সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। বিগত তিন অর্থবছরে মোট 305 টি নতুন সমবায় গঠন করা
হয়েছে 76০০জন নতুন সমবায়ীকে সদস্যভুক্ত করা হয়েছে। বিগত তিন বছরে ৩৪৮৭ টি সমবায়ের নিরীক্ষা
সম্পন্ন করা হয়েছে। ১৪০০জন সমবায়ী (পুরুষ) ও ৮১৫জন সমবায়ী (মহিলা) কে ভ্রাম্যমাণ প্রশিক্ষণের
মাধ্যমে চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে
২৬৮০জনের আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। নৃতাত্ত্বিক জনগোষ্ঠিকে সমবায়ের মাধ্যমে
উন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যেই এ জেলায় তাদের সমন্বয়ে সমবায় সমিতি গঠন করা হয়েছে। এছাড়াও
'রূপকল্প ২০৪১', 'এসডিজি' অর্জন এবং ৯ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে সমবায় অধিদপ্তর কর্তৃক
গৃহীত উন্নয়ন প্রকল্পের কিছু কার্যক্রম এ জেলায় বাস্তবায়ন করা হচ্ছে। বাস্তবায়িত ও চলমান এ সকল
প্রকল্পগুলোর মাধ্যমে বিগত ০৩ বছরে ৫০০ জন গ্রামীণ মহিলা ও বেকার যুবককে স্বাবলম্বী করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS